স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ প্রস্তাব পাঠানো যাবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব এবিএম সাদিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রস্তাব আহ্বান করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ৪ সেপ্টেম্বরের চিঠির বরাত দিয়ে ১৮ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, স্বাধীনতা পুরস্কার-২০২৬ এর মনোনয়ন প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে চাওয়া তথ্যাদি আগামী ১০ নভেম্বরের মধ্যে হার্ডকপি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় এবং সফট কপি ই-মেইলে পাঠাতে হবে।
9/22/2025