
.jpg&w=3840&q=75)
মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। বুধবার (৩ডিসেম্বর)শেষ কর্মদিবসের আগ মুহূর্তে তাঁর বিদায়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন,সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম দায়িত্বকালীন সময়ে মানবিকতা,ন্যায়নিষ্ঠা ও প্রশাসনিক দৃঢ়তার জন্য তানভীর ফরহাদ শামীম পরিচিতি পেয়েছিলেন একজন নীতিবান ও জনমুখী প্রশাসক হিসেবে। তিনি সরকারি নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন সংকটমুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ সব মিলিয়ে তিনি কোম্পানীগঞ্জে রেখে গেছেন কর্মনিষ্ঠ প্রশাসনিক কর্মকাণ্ডের শক্ত ছাপ। স্থানীয়দের মতে,উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করা,জরুরি পরিস্থিতি মোকাবিলা,সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে (ইউএনও) শামীমের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মাঠপর্যায়ে কাজ করা সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল বা অনলাইন মিডিয়া সকল গণমাধ্যমকর্মীরাও তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাকে শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক হিসেবে বর্ণনা করেছেন। গণমাধ্যমকর্মীরা জানান, দায়িত্বের জায়গায় দৃঢ়তা এবং মানুষের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গি তাঁকে একজন অনুকরণীয় সরকারি কর্মকর্তা হিসেবে মনে রাখার মতো করে তুলেছে। বিদায়ের মুহূর্তে তাঁরা আশা প্রকাশ করেন,নতুন দায়িত্বস্থলেও তিনি একইভাবে মানবিকতা ও সেবার আলো ছড়িয়ে যাবেন। বিদায় সম্পর্কে এক সাংবাদিক মন্তব্য করেন, বিদায় মানেই বিচ্ছেদ নয় এটি নতুন পথচলার শুভ কামনা। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সুনামের সঙ্গে কর্মস্থল অতিবাহিত করেছেন,তিনি যেখানে থাকবেন, মানবিকতার আলো সেভাবেই ছড়িয়ে দিন এই কামনাই রইল।