

কেউ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ সরাসরি প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুক্রবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। তাদের মার্কা ছিল না। বিএনপি দয়া করেছিল বলে তারা নির্বাচন করতে পেরেছে। জামায়াত বারবার জোট পরিবর্তন করেছে। বিএনপির সঙ্গে না থাকার কারণে আওয়ামী লীগ আমলে জামায়াতের অনেক নেতার ফাঁসি হয়েছে। জামায়াত একেক সময় একেক ধরনের কথা ও কাজ করা তাদের নীতিতে পরিণত হয়েছে। মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচন শুধু একটি প্রক্রিয়া নয়। এটি জাতির ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সর্বোচ্চ শক্তির প্রকাশ। কিন্তু যখন এই প্রক্রিয়া বিতর্কিত শক্তির প্রভাবে প্রভাবিত হয়। প্রশ্নবিদ্ধ দলগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক হিসাব-নিকাশ তৈরি হয়। তখন জনগণ বিভ্রান্ত হয়, রাজনীতি দুর্বল হয় এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় জনগণের মাঝে ভোটের অধিকার ও স্বস্তি ফিরে এসেছে। তাই সবাইকে নিঃসংকোচে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- সোনাইমুড়ী উপজেলা বিএনপি আহ্বায়ক দিদার হোসেন দিদার, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব রাব্বি মাহবুবসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।