

মোহাাম্মদ উল্যা কোম্গানীগঞ্জ উপজেলা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য,রোববার (৩০ শে নভেম্বর) রাত ৮ ঘটিকায় বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে প্রার্থনার আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী বাবু অরবিন্দ ভৌমিক এর সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি শ্যামল দাসের সঞ্চালনায় প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রবাণ শিক্ষক সন্তোষ কুমার মজুমদার, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মাষ্টার অসীম মজুমদার, এডভোকেট শংকর ভৌমিক,বিএনপি নেতা ও সিরাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চন্দ্র চন্দ,প্রফেসর বিমল মজুমদারসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। উপস্থিত সকলে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন এবং দেশ মাতৃকার শান্তি,শৃঙ্খলা ও উন্নতির জন্যও প্রার্থনা করেন।